আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ১২ বছর বয়সের এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শ্রী নয়ন চন্দ্র দাস (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গত বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আদমদীঘির তালশন কালিবাড়ির পাশে পরিত্যক্ত এক চাতালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ধর্ষক শ্রী নয়ন চন্দ্র দাস কে আটক করে পুলিশে সোর্পদ করেছে। শ্রী নযন চন্দ্র দাস উপজেলার তালশন পালপাড়ার অনিল চন্দ্র দাসের বিবাহিত ছেলে। এ ঘটনায় ওই কিশোরীর মুসলমান বাবা বাদি হয়ে রাতে একই গ্রামের শ্রী নয়ন দাসকে আসামী করে আদমদীঘি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর বাবা(৫২) জানান, সেও (শ্রী নয়ন) বাড়ির পাশে একটি মৎস্য হ্যচারিতে দিন মজুরের কাজ করে। গত বুধবার বেলা দেড় টায় তার শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে হ্যাচারির পাশে একটি চাতালে ঘুরছিল। এসময় শ্রী নয়ন দাস তাকে কৌশলে চাতালের পরিত্যক্ত ঘরের বারান্দায় নিয়ে ধর্ষণ করা কালে কিশোরীর বাবা নিজেই দেখে ধর্ষক নয়ন চন্দ্রকে আটক করার চেষ্টা করলে সে দ্রুত পালিয়ে যাবার সময় স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে আলোকিত বগুড়া’কে বলেন, গত বুধবার রাতে মামলা রুজু করে আজ বৃহস্পতিবার সকালে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ও গ্রেফতারকৃত নয়ন দাসকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ৮:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD