দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বগুড়ার আদমদীঘিতে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাসস্ট্যান্ড মসজিদের সামনে পৌঁছালে পণ্ড করে দেয় পুলিশ। আজ শনিবার (৫মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে আদমদীঘি উপজেলার সদরে বিক্ষোভ মিছিলটি বের করলে এ ঘটনা ঘটে।
আদমদীঘি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মহিত তালুকদার জানান, শহরের গোড়গ্রাম দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদের দিকে রওনা দেন বিএনপির নেতা-কর্মীরা। বাসস্ট্যান্ড মসজিদের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে ব্যানার কেড়ে নিয়ে মিছিলটি পণ্ড করে দেয় পুলিশ। এরপর নেতা-কর্মীদের নিয়ে ফটোসেশন করে দলীয় কার্যালয়ে ফিরে যান তারা।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন বলেন, বিএনপির নেতা-কর্মীরা হঠাৎ রাস্তা বন্ধ করে মিছিল শুরু করেন। রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে মিছিল বন্ধ করে দেয়া হয়েছে।
Posted ৯:০০ অপরাহ্ণ | শনিবার, ০৫ মার্চ ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD