বগুড়ার আদমদীঘিতে স্টিল হাইজ ও ভাংড়ি দোকানে চুরি মামলায় চোরচক্রের দুই সদস্য ও ওয়ারেন্টমুলে আরো দুইজনসহ চার জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের নিকট থেকে চুরি সংঘটিত করার সরঞ্জাম ও চোরাই কিছু মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘির ডহরপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে ইউনুছ আলী (৩৫) ও নামাপোওতা গ্রামের চাঁন প্রামানিকের ছেলে বাদল প্রামানিক (৩৮)।
ডাকাতি প্রস্ততি মামলায় বগুড়া জেলা দায়রা জজ আদালতের ওয়ারেন্টমুলে আদমদীঘির জিনইর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে ডাবলু হোসেন ওরফে নান্টু (৩০) ও ময়েন উদ্দিন ওরফে ফড়িংয়ের ছেলে এনামুল হক (৩৮)।
গত সোমবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে তদন্তকারি উপ-পরিদর্শক সোলায়মান আলী জানান।
পুলিশ জানায়, গত ২০ ফেব্রæয়ারী দিবাগত রাতে আদমদীঘির গোড়গ্রামের আল আমিনের ডহরপুর রোডে মা স্টিল হাউস ও ভাংড়ি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হয়। ওই মামলায় গত সোমবার ২১ ফেব্রæয়ারী রাতে চোরচক্রের উক্ত দুই সদস্যকে গ্রেফতার ও তাদের স্বীকারোক্তিমতে চুরি কাজে ব্যবহৃত সীঁদ কাটা, ঘরের তালা ভাঙ্গার সরঞ্জাম ও চোরাই বেশ কিছু লোহার সামগ্রী উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ৪:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD