বগুড়ার আদমদীঘিতে দীঘদিন যাবত যৌন উত্তেজনা সৃষ্টিকারি ভিডিও চিত্র (পর্ণোগ্রাফি) সংরক্ষণ ও সরবরাহকারি রিপন ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ বগুড়ার একটি টিম। এ সময় হার্ডডিক্স, মনিটর, সিপিইউ, কিবোর্ড, মাউস এবং টাকা উদ্ধার করে। গত শনিবার (১৮ জুন) রাত ৯টায় আদমদীঘি উপজেলার সান্তাহার মিনি বাসস্ট্যান্ড হারুন ফোন ফ্যাক্স এন্ড মাল্টিমিডিয়া দোকান থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রিপন ইসলাম আদমদীঘি উপজেলার নামাপোওতা গ্রামের ইছাহাক আলীর ছেলে।
এ ব্যাপারে রোববার সকালে আদমদীঘি থানায় র্যাব-১২-এর স্পেশাল কোম্পানির সিনিয়র ওয়ারেন্ট অফিসার মানিক মিয়া বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
র্যাব-১২ বগুড়া ক্যাম্প সুত্র জানান, আদমদীঘি উপজেলা এলাকায় জনৈক ব্যবসায়ী অসাধুভাবে নিজ কম্পিউটারে যৌন উত্তেজনা সৃষ্টিকারী ভিডিও চিত্র (পর্নোগ্রাফি) সংরক্ষণ করে গ্রাহকদের নিকট সরবরাহ করে অর্থ উপার্জন করছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গত শনিবার রাত ৯টায় উপজেলার সান্তাহার মিনিবাস স্ট্যান্ডস্থ হারুন ফোন ফ্যাক্স এন্ড মাল্টিমিডিয়া দোকানে অভিযান চালিয়ে রিপন হোসেন (৪০) নামের ব্যবসায়ীকে গ্রেফতার করে তার প্রতিষ্ঠান তল্লাশি করে ৫টি হার্ডডিক্স, ২টি মনিটর, ২টি সিপিইউ, ২টি কিবোর্ড, ২টি মাউস, ৬টি ক্যাবল, মোবাইলফোন এবং টাকা উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, রোববার দুপুরে গ্রেফতারকৃত রিপন হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ৯:০৫ অপরাহ্ণ | রবিবার, ১৯ জুন ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD