বগুড়ার আদমদীঘিতে নেশার এ্যাম্পলসহ মহসিন আলী প্রামানিক (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মহসিন আলী উপজেলার ডহরপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। গত ৩১ জানুয়ারী রোববার দিবাগত রাত ৮টায় আদমদীঘির গোহাটির পশ্চিম পাশে জনৈক সামছুল হক খন্দকারের ফিডের দোকানের সামনে থেকে মহসিন আলীকে গ্রেফতার ও তার নিকট থেকে ৮ পিচ নেশার এ্যাম্পল জব্দ করে পুলিশ।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, গত রোববার রাতে আদমদীঘির গোহাটির পশ্চিম পাশে জনৈক সামছুল হক খন্দকারের ভাইবোন ট্রেডার্স ফিডের দোকানের সামনে মাদক বেচাকেনা করছে। এমন গোপন সংবাদের উপ-পরিদর্শক রকিব হোসেন ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারি মহসিন আলীকে গ্রেফতার ও তার হেফাজতে থাকা আট পিচ নেশার এ্যাম্পল উদ্ধার করে। এ ঘটনায় থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Posted ৬:১৮ অপরাহ্ণ | সোমবার, ০১ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD