আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়নে সাধারণ আসনের দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইপক্ষের অতন্ত ১৫জন আহত হয়েছে। গত রোববার ১৯ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার কোমারপুর চারমাথা নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে উভয়পক্ষের দেলোয়ার হোসেন (৬০), মাসুম (২৪), লিটন (৩০), হাসান (২৪) ও সজিব (২২)কে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার সকালে গুরুত্বর দেলোয়ার হোসেন, তার ছেলে উজ্জল হোসেন (৩২). নিরব (২২) ও ভাই রফিকুল ইসলাম (৩৫)কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সাধরণ সদস্য পদে ৩জন প্রার্থী প্রতিন্দ›িদ্বতা করছেন। গত রোববার সকাল থেকেই সদস্য প্রার্থীদের সমর্থকদের মধ্যে নানা ভাবে তর্কবিতর্ক চলে। সন্ধ্যায় কোমারপুর চারমাথা নামক স্থানে দুই সদস্য প্রার্থী সমর্থকদের মধ্যে আবারও কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে দুই পক্ষের ১৫জন আহত হয়। এর জের ধরে সোমবার সকালে সজিব নামের আরো এক জনকে মারপিট করা হয়।
ওসি জালাল উদ্দীন জানান, এ ব্যাপারে থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Posted ৩:৫২ অপরাহ্ণ | সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD