আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: হোটেল মালিক, শ্রমিক, অন্যান্য অংশীজনদের অংশ
গ্রহনে নিারপদ খাদ্যা ও ভোক্তা আইন বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টান্যাশনাল (জাইকা) সহযোগীতায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির ছিলেন, উপ পরিচালক স্থানীয় সরকার বগুড়ার মো: মামুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর আশরাফ মাহমুদ।
সঞ্চালনা করেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু। প্রশিক্ষণে শিক্ষক, সাংবাদিক, ইমাম, হোটেল মালিক, শ্রমিকসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা অংশ গ্রহন করেন।
Posted ৫:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD