বগুড়ার আদমদীঘিতে বিপুল পরিমান হেরোইন, গাঁজা, ইয়াবা ও এ্যাম্পলসহ মাদক সম্্রাঞ্জী রহিমা বেগম ওরফে শুটকি (৫০) ও তার সহযোগী তহিদ (২৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক বিক্রির নগদ ১৪হাজার ৮২টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রহিমা বেগম শুটকি সান্তাহার চা-বাগান এলাকার নজরুল ইসলামের স্ত্রী ও তহিদ ইয়ার্ড কলোনী এলাকার বুলেটের ছেলে। গত ৩০ জুলাই শুক্রবার রাত ১০ টায় তাদের বাড়ি থেকে উল্লেখিত মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করেন। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, আদমদীঘি উপজেলার সান্তাহার বাসায় মজুত রেখে মাদক বেচা-কেনা করছে এমন গোপন সংবাদের ভিক্তিতে শুক্রবার রাত ১০টায় বগুড়ার আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজরান রউফের নেতৃত্বে থানার উপ-পরিদর্শক সোলাইমান আলী ফোর্সসহ মাদক ব্যবসায়ী রহিমা বেগম শুটকি বাসায় অভিযান চালিয়ে ঘরের ভিতর রাখা অবস্থায় ১৯৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ গ্রাম হেরোইন, ৩শ গ্রাম গাঁজা, ৫৮ পিস নেশার এ্যাম্পুল ইনজেকশান ও মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৮২ টাকা উদ্ধার করেন।
এসময় তার সহযোগী তহিদকেও গ্রেফতার করা হয়। শুকটি বিরুদ্ধে একাধিক মাদক আইনে মামলা রয়েছে। ৩১ জুলাই শনিবার আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।
Posted ১১:০৩ অপরাহ্ণ | শনিবার, ৩১ জুলাই ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD