বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম এলাকায় নাগরনদে জব্দকৃত বালু এক লাখ চল্লিশ হাজার টাকায় প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে। গত রবিবার (১৭ এপ্রিল) বিকেলে কুন্দগ্রাম ইউপির নাগরনদের ফুলবাগিচা মরাগাঙ্গি এলাকায় প্রকাশ্য নিলামে বিক্রি করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার মাহবুবা হক।
উল্লেখ্য ; বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া নাগরনদের হারিনমারা, কুশাবাগি, বাঘাদহ, ফুলবাগিচা মরাগাঙ্গিসহ বেশ কয়েকটি স্থানে কতিপয় অসাধু ব্যক্তি সরকারি নির্দেশ অমান্য করে নাগরনদের তলা থেকে শ্যালোচালিত ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। গত রবিবার (১৭ এপ্রিল) ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহবুবা হক ফোর্সসহ উক্ত স্থান সমূহে প্রায় ৫ ঘন্টা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মালিক বিহীন আনুমানিক ২৫ হাজার সেফটি উত্তেলনকৃত বালু, ড্রেজার মেশিন, পাইপসহ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করেন। বিকেলে জব্দকৃত ২৫ হাজার সেফটি বালু প্রকাশ্যে নিলামে সর্বচ্চো ডাককারি শাইফুল ইসলামের নিকট ১ লাখ ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়। নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহবুবা হক বিষয়টি নিশ্চিত করেন।
Posted ১০:৫৪ অপরাহ্ণ | সোমবার, ১৮ এপ্রিল ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD