বগুড়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশাকে সংবর্ধনা প্রদান করেন আদমদীঘি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার। গত ২৩ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় আদমদীঘির কালাইকুড়ি জিএম এ্যাকোয়া ফার্মে নব নির্বাচিত মেয়র রেজাউল করিম বাদশা রাজশাহী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শপথ গ্রহন শেষে বগুড়া ফেরার পথে ফুলেল শুভেচ্ছা জানিয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদিন চাঁন, আহসানুল তৈয়ব জাকির, বগুড়া জেলা বিএনপি নেতা তহিদুল রহমান মামুন, কেএম খায়রুল জামান বাসার, শেখ তাহা উদ্দীন নাহিম, মনিরুজ্জামান মনি, নুরে আলম সিদ্দিকী, দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, আদমদীঘি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বুলবুল ফারুক, আব্দুল মুক্তাকিম তালুকদার, গোলাম মোস্তফা, আবু মোতালেব, ফরিদুল হক মুক্তা, আবু তালেব, দুলাল হোসেন, জুয়েল রানা, কোরবান আলী, মিলন, রিয়ন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ৫:৪৪ অপরাহ্ণ | বুধবার, ২৪ মার্চ ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | Trisha Mahmud