বগুড়ার আদমদীঘিতে আমন ধানের বীজতলায় আগাছানাশক বিষ প্রয়োগ করে প্রায় ২০ বিঘা জমির বিভিন্ন জাতের ধানের চারা ক্ষেত বিনষ্ট করা হয়েছে। গত ১৫ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের হাউসপুর গ্রামের মাঠে এই ঘটনা ঘটে। এতে দুই কৃষকের ব্যাপক ক্ষতিসাধান হয়েছে।
আদমদীঘির হাউসপুর গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক আফজাল হোসেন ও তার ভাই বেলাল সরদার জানায়, তাদের ২০ বিঘা জমিতে ধান রোপনের জন্য গ্রামের পাশে একটি জমিতে বীজতলা তৈরী করে রোপা আমন, স্বর্ণা-৫ ও ৫১ জাতের ধানের বীজ বোপন করেন। সেই চারা গুলো পরিচর্যা করে বড় হলে জমিতে রোপনের উপযুক্ত হয়ে উঠে। সেখান থেকে কিছু চারা উঠিয়ে ৩বিঘা জমিতে রোপন করেন তারা।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে পূর্বশক্রতামূলক ওই জমির বীজতলায় বিষ প্রয়োগ করায় সমস্ত ধানের চারা লালছে হয়ে মরে বিনষ্ট হয়। বিষের প্রভাবে লাগানো ৩ বিঘা জমির চারাও মরে যায়। ফলে তাদের রোপা আমন ধানের বীজ সংকট দেখা দিয়েছে। বর্তমানে তাদের তৈরী জমি গুলোতে এবার চারা রোপন করতে পাবে-কিনা আশংকায় দিশেহারা হয়ে পড়েছেন তারা।
Posted ৮:১৮ অপরাহ্ণ | শনিবার, ১৭ জুলাই ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD