চাল তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ কমিউনিষ্ট পাটি (সিপিবি) এর কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে বগুড়ার আদমদীঘি কমিউনিষ্ট পাটির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ১৫ মার্চ বিকেল ৪টায় আদমদীঘি বাজার এলাকায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কমিউনিষ্ট পাটি আদমদীঘি উপজেলা শাখার সভাপতি কমরেড বাদল মৈত্র।
সহ সম্পাদক নুর ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সাজ্জাদ জহির (চন্দন), এ্যাড, মহসীন রেজা, বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আমীনুল ফরিদ, নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বগুড়া জেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, শাহনেওয়াজ কবির খান পাপ্পু, আব্দুল কুদ্দুছ, সুলতান আহমেদ রবীন, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহানুর রহমান প্রমূখ।
সভায় বক্তারা অবিলম্বে নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য কমানোর আহবান জানান।
Posted ৯:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD