বগুড়ার আদমদীঘিতে দেড় কেজি গাঁজাসহ আব্দুল মান্নান (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৩ আগস্ট সোমবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার সান্তাহার রেল গেট এলাকা থেকে ওই পরিমান গাঁজাসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুল মান্নান পঞ্চগড় সদরের জাহেরপাড়া গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, গত সোমবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার রেল গেট এলাকায় মাদকের চালান আসছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) রকিব হোসেন ফোর্সসহ পুর্ব-ঢাকারোড় এলাকায় অবস্থান নেন। সন্ধ্যা ৭টায় সান্তাহার রেল গেটের এলাকায় জৈনক মাছুদ এন চা-দোকানের সামনে মাদক নিয়ে অবস্থান করার সময় মাদক ব্যবসায়ী আব্দুল মান্নানকে তল্লাশি করে দেড় কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে। আজ ২৪ আগস্ট মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
Posted ৭:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD