বগুড়ার আদমদীঘিতে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। গত শনিবার ১২ ফেব্রæয়ারী রাতে রওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির বিশপুর ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, নওগাঁর সাহাপুর গ্রামের মজিবর রহমানের ছেলে ফারুক হোসেন (৬৩) ও অমুল্য চন্দ্রের ছেলে শ্রী প্রদীপ বাবু (৫২)। এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার এসআই শাহ আলম খলিফা বাদী হয়ে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, গত শনিবার রাতে আদমদীঘি উপজেলার বশিপুর ঈদগাহ মাঠ এলাকায় মাদক বেচাকেনা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা ওই স্থানে অভিযান চালিয়ে ফারুক হোসেন ও প্রদীপ বাবু নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে দেড় কেজি গাঁজাও উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, আজ রোববার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ১০:৫২ অপরাহ্ণ | রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD