বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে দুইজনকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহি অফিসার ও নির্বহি ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় এই আদেশ প্রদাণ করেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, মঙ্গলবার আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালান পুলিশ। অভিযানে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ইশবপুর এলাকা থেকে মাদক সেবন করার সময় দুইজনকে আটক করা হয়। পরে আটককৃতদের মধ্যে ছাতিয়ানগ্রামের মনছুর আলী শেখের ছেলে আসলাম শেখ (৩৪) ও দুর্গাপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৩৪) কে প্রত্যককে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন ভ্র্যাম্যমান আদালত।
Posted ৯:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD