স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করা ও বর্তমান সরকারের গৃহিত উন্নয়ন কার্যক্রম প্রন্তিক পর্যায়ে জনগনের সামনে তুলে ধরতে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্তরে এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহি অফিসার সীমা শারমিনের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান প্রমুখ।
মেলায় সরকারি দপ্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা, শিক্ষা অফিস, মহিলা বিষয়ক অধিদপ্তরসহ ৩১টি স্টল স্থান পায়।
Posted ৬:২৩ অপরাহ্ণ | রবিবার, ২৮ মার্চ ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | MTI SHOPON MAHMUD