আদমদীঘি উপজেলার সান্তাহারে দুই কেজি গাঁজাসহ রেখা বেগম ওরফে সফুরা (৫২) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। গত বুধবার রাতে সান্তাহার চা-বাগান এলাকায় রেখা বেগম ওরফে সফুরার বসত বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার আব্দুল মজিদের স্ত্রী। আটকৃত নারী মাদক ব্যবসায়ীকে শনিবার বগুড়া জেল হাজুতে প্রেরণ করা হয়।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন জানান, গত বুধবার রাতে সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান ও আদালতের ওয়ারেন্ট তামিল করার সময় জানতে পারেন সান্তাহার চা-বাগান এলাকার রেখা বেগম ওরফে সফুরা তার বাড়িতে মাদক বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে রাত ১২ টায় তার বসত বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার টিনসেডের শয়ন ঘরের কক্ষে প্লাষ্টিক ব্যাগে মোড়ানো দুই কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, গ্রেফতারকৃত নারী মাদক কারবারি রেখা বেগম কে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
Posted ৬:৪৫ অপরাহ্ণ | শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
Alokito Bogura || Online Newspaper | Sazu Mia