বগুড়ার আদমদীঘিতে প্লাস্টিকের বস্তা ব্যবহার ও অতিরিক্ত চাল মজুদ করার দায়ে তিন চাল কল মালিকের ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার (১৭জুন) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক উপজেলার সান্তাহারে অবস্থিত বিভিন্ন অটো রাইস মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কেএম গোলাম রাব্বানী ও থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হাসান।
বিষয়টি নিশ্চিত করেছেন সহকারি কমিশনার মাহবুবা হক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল থেকে আদমদীঘির সান্তাহার এলাকায় বিভিন্ন অটো রাইস মিলে অভিযান পরিচালনা করা হয়। মিল মালিকরা নিয়ম বহির্ভূতভাবে পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করা ও গুদামে অতিরিক্ত চাল মজুদ করার দায়ে কলা বাগান এলাকার শান্ত ও মোবারক চালকল মালিক জবাদুলের ১ লাখ টাকা এবং পঞ্চভাই চাল কলের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Posted ৯:২৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ জুন ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD