বগুড়ার আদমদীঘিতে ডাকাতির প্রস্তুতি মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানামূলে নাজমুল হোসেন (৩০) নামের এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার মুরইল-রাইকালী সড়কের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নাজমুল হোসেন আদমদীঘির নশরৎপুর ইউনিয়নের বিনাহালী গ্রামের আনছার আলীর ছেলে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, ২০২০ সালের ১ জুন আদমদীঘি থানা এলাকায় ডাকাতি প্রস্তুতি সংক্রান্ত মামলায় সম্প্রতি আদালত আসামী নাজমুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিক্তিতে থানার উপ-পরিদর্শক রকিব হোসেন ফোর্সসহ অভিযান চালিয়ে আদমদীঘির মুরইল-রাইকালী সড়কের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
Posted ৯:১০ অপরাহ্ণ | শুক্রবার, ১২ মার্চ ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | MTI SHOPON MAHMUD