বগুড়ার আদমদীঘিতে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহি মেছের আলী (৫০) নামের এক গৃহনির্মান শ্রমিক নিহত হয়েছে। শনিবার ১৮ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় আদমদীঘির নসরতপুর-মুরইল সড়কের উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেছের আলী আদমদীঘি সদরের ডহরপুর গ্রামের মৃত মনসের আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে গৃহনির্মান মিস্ত্রী মেছের আলী মোটরসাইকেল যোগে তার বাড়ি থেকে নসতপুর কর্মস্থলে যাবার সময় উল্লেখিত স্থানে বিপরীত মুখি একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় আহত মেছের আলীকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পর বেলা ১১টায় সে মারা যায়।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, এ ব্যাপারে থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে।
Posted ৮:২১ অপরাহ্ণ | শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD