বগুড়ার আদমদীঘিতে ছাগল চড়াতে যাওয়া এক শিশুকন্যা (১১) কে টাকার লোভ দেখিয়ে পুকুর পাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে থানায় মামলা হয়েছে। গত ১১ জানুয়ারী মঙ্গলবার দুপুরে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির ডুমুরীগ্রামে এ ঘটনা ঘটে।
এ ব্যাপরে ওই দিন রাতে ওই শিশুর বাবা বাদী হয়ে একই গ্রামের কফির উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৫৫) কে আসামী করে আদমদীঘি থানায় ধর্ষণের চেষ্টা সংক্রান্ত একটি মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানাযায়, গত ১১ জানুয়ারী মঙ্গলবার বেলা ১১ টায় আদমদীঘির নসরতপুর ইউনিয়নের ডুমুরী গ্রামের ওই শিশু কন্যাটি বাড়ির পাশে জনৈক আজাদের পুকুর পাড়ে ছাগল ঘাস খাওয়াতে (চড়াতে) নিয়ে যায়। সেখানে বেলা সাড়ে ১২টায় একই গ্রামের আনোয়ার হোসেন পৌঁছে শিশুটিকে টাকার লোভ দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে হাত ধরে টেনে নির্জনে নিয়ে জোড়পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুকন্যার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছিলে আনোয়ার হোসেন পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে যাওয়া হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামী গ্রেফতারে জোড়তৎপরতা চলছে।
Posted ৯:০৪ অপরাহ্ণ | বুধবার, ১২ জানুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD