বগুড়ার আদমদীঘিতে ব্যাটারি চালিত অটো টমটম মালিক ও শ্রমিক সমিতির উদ্যোগে আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (৮ জুলাই) বেলা ১১টায় আদমদীঘি বাসস্ট্যান্ড সংলগ্ন সমিতির অস্থায়ী কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি দুলাল মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।
সভায় বক্তব্য রাখেন, আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারমান জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিন্টুসহ অন্যান্য নেতৃবর্গ। পরে এই সমিতির শ্রমিকদের মাঝে তেল, সাবান, মসল্লাসহ অন্যান্য ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
Posted ৯:০০ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ জুলাই ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD