বগুড়ার আদমদীঘিতে সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ৩ নভেম্বর বুধবার সকালে উপজেলা সদর আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান ও তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বাদজোহর বাবা আদম (রহঃ)-এর মাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মাজার ও মসজিদ কমিটির সভাপতি ওসি জালাল উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু রেজা খান, মহিলা আওয়ামীলীগের সভাপতি মনজু আরা বেগম, সদর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, গোলাম রব্বানী, ছাত্রলীগ নেতা আরিফসহ নেতৃবর্গ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওঃ আল হেলালী জামালি।
Posted ৯:৩০ অপরাহ্ণ | বুধবার, ০৩ নভেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD