বগুড়ার আদমদীঘিতে বসতবাড়ির চলাচলের পাশের গাছ কাটতে বাধা দেয়ায় মেরিনা বেওয়া (৫০) নামের এক মহিলাকে মারপিটে আহত করেছে প্রতিপক্ষরা। আহত মেরিনাকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে আহত মেরিনার ছেলে মেহেরুল জানায়। ১৫ জুলাই বৃহস্পতিবার বিকেল ৪টায় আদমদীঘির চাটখইর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, আদমদীঘির নসরতপুর ইউনিয়নের চাটখইর গ্রামের মেহেরুল ও কাশেমের মধ্যে বসতবাড়ির চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে। বৃহস্পতিবার বিকেলে ওই রাস্তার পাশে একটি আম গাছ কাটতে গেলে মেহেরুল ও তার মা মেরিনা বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তবিবরসহ তার লোকজন মেরিনা ও মেহেরুলকে বেদম মারপিট করে গুরুত্বর আহত করে। মারপিটে মেরিনার মুখের চোয়াল, কপালসহ বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। পরে জনতা আহত মেরিনাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়ের হয়নি বলে থানা পুলিশ জানায়।
Posted ১০:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD