“দক্ষ যুব সমৃদ্ধ দেশ.বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলায় জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা যুব ঋণের চেক বিতরণ ও সনদপত্র বিতরণ করা হয়েছে। ১ নভেম্বর সোমবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল হামিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক অহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফসহ নেতৃবর্গ।
পরে প্রশিক্ষন প্রাপ্ত ১৮জন বেকার যুবক যুবতিদের মাঝে মোট ৯ লাখ ৫০ হাজার টাকার যুব ঋনের চেক এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের যুবশক্তি বিষয় রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
Posted ৪:০৪ অপরাহ্ণ | সোমবার, ০১ নভেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD