বগুড়ার আদমদীঘিতে ৪৩তম জাতীয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দিন ব্যাপি এই মেলা অনুষ্ঠিত হয়। বিকেলে মেলা প্রাঙ্গনে সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহি অফিসের প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রমূখ। পরে বিজ্ঞান মেলায় অংশ গ্রহনকারি শ্রেষ্ঠ ৬টি প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য; জাতীয় বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভাগীয় অফিসের মোট ১৩টি বিজ্ঞান ভিক্তিক স্টল স্থান পায়।
Posted ৮:১৪ অপরাহ্ণ | বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD