বগুড়ার আদমদীঘিতে এক মহিলার কানের দুল ছিনতাই ও নেশার এ্যাম্পলসহ বিভিন্ন মামলায় সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো সান্তাহার ঢাকাপট্রি এলাকার আতোয়ার রহমানের ছেলে তুষার ইসলাম রতন, কলসা রথবাড়ি এলাকার অরুন চন্দ্র সরকারের ছেলে মিঠু ওরফে আটুল, নওগাঁর পাথরকুঠা গ্রামের মকবুল হোসেনরে ছেলে সহিদ হোসেন, সান্তাহার ঘোরাঘাট এলাকার নজরুল ইসলামের ছেলে নুরুজ্জামান, পার-নওগাঁ আব্দুল জোব্বারের ছেলে আব্দুল মালেক, রজাকপুরের আব্দুল জলিলের ছেলে সুরুজ আলী ও মালশন গ্রামের ইউনুছ আলীর ছেলে মোতালেব হোসেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, গত ১৪ জুলাই বুধবার দিনের বেলা সান্তাহার পূর্বালী ব্যাংকের সামনে রহিমা বেওয়া নামের এক নারীর কানের সোনার দুল ছিনতাই হয়। সেই মামলায় তুষার ইসলাম রতন, মিঠু ওরফে আটুল ও সহিদ হোসেনকে গ্রেফতার, রাতে সান্তাহার রেলগেট এলাকা থেকে বিক্রির সময় ১০ পিস নেশার এ্যাম্পলসহ নুরুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া সন্দেহজনক ভাবে আব্দুল মালেক, সুরুজ আলী ও মোতালেব হোসেন। আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ১০:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD