বগুড়ার আদমদীঘিতে চোর সন্দেহে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় বগুড়ার-নওগাঁ মহাসড়কের আদমদীঘির ফায়ার সার্ভিস অফিসের সামনে থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘির সান্তাহার ইয়ার্ড কলোনীর খোকা শেখের ছেলে শহিদ হোসেন (২৯), আবুল কালামের ছেলে আশিফ (২৫), হামিদুল ইসলামের ছেলে নাহিদ (২৪) আব্দুল মোমিনে ছেলে জাবেদ আলী (২৪) ও পূর্ব ডালম্বা গ্রামের মুকুল হোসেনের ছেলে সৌরভ হোসেন (২৪)। এর মধ্যে সৌরভের বিরুদ্ধে নিয়মিত চুরি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার জানান, বুধবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ৯:০৭ অপরাহ্ণ | বুধবার, ০৮ জুন ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD