বগুড়ার আদমদীঘিতে চোরাই মোবাইল ফোন কেনাবেচা চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের নিকট থেকে চোরাই একটি মোবাইল ফোনসেটসহ আরও মালিক বিহীন ১২৫টি মোবাইল ফোন সেট উদ্ধার করে। মঙ্গলবার ২১ ডিসেম্বর দুপুরে উপজেলার সান্তাহারস্থ হান্নান মোবাইল সার্ভিসিং সেন্টার তল্লাশি করে উল্লেখিত পরিমান মোবাইল ফোন উদ্ধারসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- নওগাঁর রানীনগর উপজেলার বাহাদুরপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সোহেল রানা (২৬) ও আদমদীঘির সান্দিড়া চকপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে আব্দুল হান্নান (৪৫)। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় আদমদীঘির ডহরপুর গ্রামের মিঠুর বসতবাড়ির পশ্চিম পাশের কক্ষ থেকে ১৮ হাজার টাকা মূল্যের ভিভো নামের একটি মোবাইল ফোন সেট ও ড্রয়ার থেকে ৭হাজার ২০০ টাকা চুরি যায়। এ ঘটনায় মিঠু বাদী হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। এরপর মামলাটির তদন্তকারি উপ-পরিদর্শক সোলায়মান আলী প্রযুক্তি ব্যবহার ও প্রাপ্ততথ্যের ভিক্তিতে মঙ্গলবার সান্তাহারস্থ হান্নান মোবাইল সার্ভিস সেন্টার তল্লাশী করে বাদির চুরি যাওয়া মোবাইল ফোনসহ মালিক বিহীন আরও ১২৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, মোবাইল ফোন কেনাবেচা চোর চক্রের সদস্য সোহেল রানা ও সার্ভিস সেন্টারের মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করে ওই দিন বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ১০:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD