বগুড়ার আদমদীঘি মোবাইল ফোন চোরচক্রের সদস্য রশিদুল ইসলাম (৩০) নামের এক জনকে গ্রেফতার ও তার নিকট থেকে ৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে আদমদীঘি উপজেলার হেলালিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রশিদুল ইসলাম নওগাঁ জেলার রানীনগর উপজেলার এনায়েতপুর কাশেমপুর এলাকার তেছের আলীর ছেলে। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি চুরি মামলা হয়েছে।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক আবু হাসান জানান, গতকাল মঙ্গলবার সকালে আদমদীঘির সান্তাহার ইউনিয়নের হেলালিয়া বাজারে চোরাই মোবাইল ফোন বিক্রি করা কালে জনতা রশিদুল ইসলাম নামের ওই মোবাইল ফোন চোরচক্রের সদস্যকে আটক করে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে রশিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত রশিদুল ইসলামকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ৮:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD