বগুড়ার আদমদীঘিতে গাঁজা সেবন করার সময় চার গাঁজা খোরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার দমদমা-করজবাড়ি রাস্তায় রক্তদহ বিলের পাশে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- আদমদীঘির সান্তাহার ইউনিয়নের দমদমা উত্তরপাড়া গ্রামের ইসমাইলের ছেলে মুক্তার হোসেন (৩০), শাহিন হোসেনের ছেলে শাকিল হোসেন (২২), বাবুলের ছেলে ইমরান হোসেন (২৮) ও লিটনের ছেলে শাকিল (২৪)। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযান চলাকালে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় আদমদীঘির রক্তদহ বিল এলাকায় মাদক সেবন করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে থানার উপ-পরিদর্শক ফরহাদ হোসেন ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে চার গাঁজা খোরকে গ্রেফতার করে। শুক্রবার তাদেরকে বগুড়া আদালতে প্রেরণ কার হয়েছে।
Posted ১০:০৯ অপরাহ্ণ | শনিবার, ২১ আগস্ট ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD