আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে গাাঁজা সেবনের দায়ে তিন যুবকের এক মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গত সোমবার (৩এপ্রিল)। বিকালে নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলো আদমদীঘি সদর ইউনিয়নের ডহরপুর গ্রামের ফিরোজ আহমেদের ছেলে বিল্টন (২৮), ডালম্বা গ্রামের কাশেম সরদারের ছেলে শিপন ওরফে নরেশ (২৩) ও ছাতিয়ানগ্রাম ইউনিযনের শালগ্রামের রেজাউল সরদারের ছেলে সুমুন সরদার (৩৮)।
পুলিশ জানান, গত সোমবার উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চলা কালে গাঁজা সেবনের সময় উল্লেখিত ব্যক্তিদের আটক করা হয়। এরপর ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তারা দোষ স্বীকার করায় ভ্রাম্যমান আদালকের নির্বাহি ম্যাজিষ্ট্রেট তাদের ওই কারাদন্ড ও জরিমানার আশে দেন। দন্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরন করা হয়েছে।
Posted ৮:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩
Alokito Bogura || Online Newspaper | MTi SHOPON MAHMUD