বগুড়ার আদমদীঘিতে সাড়ে ৬শ গ্রাম গাঁজাসহ সাদ্দাম হোসেন (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (১৫মার্চ) রাতে উপজেলার সাইলোগামী রাস্তায় আজমেরী গ্রæপ এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সাদ্দাম হোসেন আদমদীঘির কলসা হলুদঘর গ্রামের মতিউর রহমান মুকুলের ছেলে। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত বুধবার রাত সাড়ে ১০টায় আদমদীঘি উপজেলার সান্তাহার আজমেরী গ্রপ এর সামনে সাইলোগামী রাস্তায় মাদক বিক্রি করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে সাড়ে ৬শ গ্রাম গাঁজাসহ সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়ছে।
Posted ৭:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD