বগুড়ার আদমদীঘিতে ১৮০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ( ১ জুন) রাতে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির দেলুঞ্জ রিপন তালুকদারের পুকুরের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- সাওইল গ্রামের ইয়াকুব আলীর ছেলে হানজেল (৩১) ও আব্দুল মান্নানের ছেলে জাহিদুল ইসলাম (৩২)। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে আদমদীঘির পুশিন্দা হিন্দুপাড়ায় ভরনের মেলা বসে। এ সুযোগে পাশের দেলুঞ্জ গ্রামের জনৈক রিপন তালুকদারের পুকুরের পাশে রাস্তায় গাঁজা বেচাকেনা করার সময় উল্লেখিত দুই যুবককে গ্রেফতার ও তাদের দেহ তল্লাশি করে ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
Posted ৯:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ০২ জুন ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD