বগুড়ার আদমদীঘিতে গাঁজাসহ দুই মাদক ব্যভসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার ২৭ ফেব্রæয়ারী রাতে উপজেলার রামপুরা দাখিল মাদ্রাসার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘির রামপুরা পশ্চিম পাড়ার করিম প্রামানিকের ছেলে বেনজুর ইসলাম (২৮) ও একই গ্রামের আহম্মদ প্রামানিকের ছেলে এলাম প্রামানিক (৪৮)। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত রবিবার ২৭ ফেব্রæয়ারী রাত ১১টায় আদমদীঘি সদরের রামপুরা দাখিল মাদ্রাসার সামনে মাদক বেচা-কেনা হচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার ও সহকারি উপ-পরিদর্শক মশিউদ্দিন উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী বেনজুর ইসলাম ও এলাম প্রামানিককে গ্রেফতার করে।
আদমদীঘি থানার ওসি তদন্ত আলমাস আলী সরকার বলেন, আজ সোমবার দুপুরে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ৮:৩২ অপরাহ্ণ | সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD