বগুড়ার আদমদীঘিতে মর্জিনা বেগম (৩৫) নামের এক নারীর গলায় ওড়নার ফাঁস লাগানো জমিতে পুতে রাখা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) বেলা ১১টায় আদমদীঘি উপজেলার মুরইল ভাঙ্গা বিজ্রের উত্তরে কোচপুকুরিয়া নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের পাশে লাল রংয়ের ভ্যানেটি ব্যাগ, মোবাইল ফোন, পায়ের স্যান্ডেল পাওয়া যায়। নিহত মর্জিনা বেগম শাওইল গ্রামের আবুল কাশেম নামের এক প্রতিবন্দীর তালাকপ্রাপ্তা স্ত্রী ও তিন সন্তানের জননী। সে দুপচাঁচিয়া উপজেলা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আদমদীঘির শাওইল গ্রামের প্রতিবন্ধী আবুল কাশেমের তালাক দেয়া স্ত্রী মর্জিনা বেগম প্রায় ৪ বছর যাবত দুপচাঁচিয়া উপজেলা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। সে মাঝে মধ্যে আদমদীঘি উপজেলা এলাকায় ঘোরাফেরা করতো। আজ ২৮ জুলাই বৃহস্পতিবার বেলা ১০ টায় জনৈক কৃষক মুরইল বিজ্রের উত্তরে কোচপুকুরিয়া নামক স্থানে একটি জমিতে গলায় ওড়নার পেঁচানো ও মাথা জমির কাদাতে পুতে রাখা একটি মরদেহ দেখতে পেয়ে হৈচৈ করে। বেলা ১১ টায় আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরহেদ উদ্ধার করে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্ত রির্পোট পাওয়া গেলে প্রকৃত রহস্য পাওয়া যাবে।
Posted ৯:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD