আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে গভীর রাতে অপরাধ সংঘটিত করতে পারে সন্ধেহে ধারালো অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গত সোমবার ১৪ নভেম্বর রাত সাড়ে ৩টায় উপজেলার ছাতিয়ানগ্রাম বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, আদমদীঘির ছাতিয়ানগ্রাম বাজারের আশরাফুল ইসলামের ছেলে রাফিক সরকার ওরফে রাফি (২২) ও রুহুল আমিন ওরফে হেলালের ছেলে খন্দকার ফারুক ওরফে মেজবাহ (২২)। এ ব্যাপারে আদমদীঘি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গত সোমবার দিবাগত রাতে আদমদীঘি থানা পুলিশ ছাতিয়ানগ্রাম এলাকায় রাত্রি কালিন পাহার দেয়ার সময় রাত সাড়ে ৩টায় ছাতিয়ানগ্রাম ইউপির মসজিদের সামনের রাস্তাায় রাফিক সরকার ও ফারুক মেজবাহ নামের ওই দুই যুবক সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিল। এসময় তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা সন্তোষজনক জবাব দিতে পারেনি। পরে তাদের দেহ তল্লাশি করে সার্টের পিছনে অভিনব কায়দায় লুকানো ধরালো বড় দুইটি ফোল্ডিং বর্মিজ চাকু উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ৩:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD