বগুড়ার আদমদীঘি উপজেলায় বিভিন্ন ইরি-বোরো স্কীমে গভীর নলকুপ থেকে বৈদ্যুতিক মিটার চুরির হিড়িক পড়েছে। পরে মিটার চোরদের সাথে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বিকাশে টাকা লেনদেন করে মিটার ফেরৎ পাওয়ার এক চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। গত এক সপ্তাহে কমপক্ষে ১০টি মিটার চুরির ঘটনা ঘটায় গভীর নলকুপের মালিকরা আতংকের মধ্যে রয়েছে। তারা অবিলম্বে এই মিটার চোরচক্রের কবল থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা যায়, আদমদীঘি উপজেলার বিভিন্ন মাঠে ইরি-বোরো চাষ আবাদে বৈদ্যুতিক গভীর নলকুপের মাধ্যমে পানি সেচ ব্যবস্থা করা হচ্ছে। গত এক সপ্তাহে পিডিবি ও পল্লী বিদ্যুত সমিতির সংযোগের আওতায় ধনতলা, কোচকুড়ি, আড়াইল, কাঞ্চনপুরসহ বিভিন্ন ইরি বোরো স্কীম থেকে ১০টি গভীর নলকুপের বৈদ্যুতিক মিটার একটি সংঘবদ্ধ চোরচক্র গভীর রাতে চুরি করে নিয়ে যায়।
চোরেরা মিটার চুরির সময় সেখানে একটি চিরকুট লিখে রেখে যায়। চিরকুটে মিটার ফেরৎ চাইলে তাদের দেয়া মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়। পরে গভীর নলকুপের মালিকগন ওই মোবাইল ফোনে যোগাযোগ করলে চোরেরা একটি বিকাশ নম্বর দিয়ে তাদের দাবীর টাকা প্রদান করতে বলে। সেই মোতাবেক মালিকদের নিকট থেকে মিটার প্রতি ৩ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত আদায় করে চুরি যাওয়া বৈদ্যুতিক মিটার গোপন স্থানে ফেলে দিয়ে গেলে মালিকগন উদ্ধার করে। নাম প্রকাশ না করার শর্তে চুরি যাওয়া মিটার মালিক জানান তিনি বিকাশে ৫ হাজার টাকা দেয়ার পর তার মিটার মাঠের মধ্যে ফেলে রেখে যায়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রযুক্তির মাধ্যমে মিটার চোরচক্রকে গ্রেফতার তৎপরতা চলছে।
Posted ৪:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | Trisha Mahmud