সোমবার ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আদমদীঘিতে কিশোর কিশোরীর প্রেম, ছেলের বাড়িতে হামলা; গ্রেফতার ০১

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   শনিবার, ২০ মে ২০২৩
266 বার পঠিত
আদমদীঘিতে কিশোর কিশোরীর প্রেম, ছেলের বাড়িতে হামলা; গ্রেফতার ০১

০বগুড়ার আদমদীঘির বিহিগ্রামে ৮ম শ্রেনিতে পড়ুয়া কিশোর কিশোরীর প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে কিশোরের বাড়িতে হামলা ভাংচুর মারপিটে ৬জন আহত ঘটনায় অবশেষে কিশেরীর বাবা বাবলু সরকার বাদি হয়ে ওই কিশোর জিহাদ ও তার বাবা মাকে আসামী করে কিশেরীকে অপহরণ করা হয়েছে মর্ম্মে আদমদীঘি থানায় একটি অপহরণ মামলা হয়েছে। গত শুক্রবার (১৯ মে) রাতে এই মামলা দায়ের করে জিহাদ নামের কিশোরকে গ্রেফতার দেখানো হয়েছে।

স্থানীয়রা জানায়, আদমদীঘির বিহিগ্রামের আব্দুস ছালামের ছেলে বিহিগ্রাম স্কুলের ৮ম শ্রেনির ছাত্রের সাথে একই শ্রেনিতে পড়–য়া জনৈক ছাত্রীর প্রেম সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে গত ১০ মে সকালে ওই ছাত্রীটি প্রেমের টানে ছাত্রের বাড়িতে এসে দুজন উধাও হয়। বিষয়টি নিয়ে গত ১৬ মে স্থানীয় ইউপি সদস্য মুক্তার হোসেনসহ ওই পাড়ার লোকজন বৈঠকের মাধ্যমে মিমাংসা করে কিশোরীকে তার বাবা মার হাতে তুলে দেয়া হয়। এরপর গত শুক্রবার (১৯ মে) দুপুরে ওই কিশোরী পুনরায় প্রেমের টানে ওই কিশোরের বাড়িতে আসে। খবর পেয়ে কিশোরীর বাবা মামাসহ তার লোকজন এসে কিশোরের বাড়িতে হামলা ভাংচুর মারপিটে কিশোরীরের মা ভাই ভাবি নানা নাননিসহ ৬জনকে আহত করে কিশোর ও কিশোরীকে নিয়ে পার্শ্ববর্তী বনতইর গ্রামে কিশোরীর মামা বাড়িতে নিয়ে যায়।


খবর পেয়ে থানার উপ পরিদর্শক হজরত আলী বিহিগ্রাম কিশোরের বাড়িতে হামলা ভাংচুর মারপিট ঘটনা পরিদর্শন করে বনতইর গ্রামে যান। সেখান থেকে কিশোর কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ওই রাতে কিশোরীর বাবা বাদি হয়ে কিশোর জিহাদ, তারা বাবা আব্দুস ছালাম ও মা জীবনেছাকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ শনিবার ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ও কিশোর জিহাদকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করেছে।


মামলার তদন্তকারি উপ পরিদর্শক হজরত আলী জানায়, যেহেতু কিশেরীকে এর আগে নিয়ে যাওয়া হয়েছিল সে কারনে তার বয়স নির্ধারণ ও ধর্ষনের শিকার হয়েছে কিনা তা পরীক্ষার জন্য আদালতের মাধ্যমে ডাক্তারী পরীক্ষার জন্য প্রেরন করা হয়েছে।

Facebook Comments Box


Posted ১০:৪৬ অপরাহ্ণ | শনিবার, ২০ মে ২০২৩

Alokito Bogura। আলোকিত বগুড়া |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তাকক্ষ যোগাযোগ:

মুঠোফোন: ০১৭৫০ ৯১১৮৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!