বগুড়ার আদমদীঘি উপজেলা করোনা প্রতিরোধে করণীয় ও লকডাউন কার্যকর করা বিষয়ক এক সভা গতকাল ৭ এপ্রিল বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার সীমা শারমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
সভায় আরও বক্তব্য রাখেন পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, সালমা বেগম, ওসি জালাল উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, সাংবাদিক খায়রুল ইসলাম প্রমূখ। সভায় মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মসজিদের ইমামসহ নেতৃবর্গ অংশ গ্রহন করেন। পরে প্রধান অতিথি তাদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
Posted ৫:৪৬ অপরাহ্ণ | বুধবার, ০৭ এপ্রিল ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | MTI SHOPON MAHMUD