বুধবার ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আদমদীঘিতে কমেছে কাঁচা মরিচের দাম; হতাশ চাষীরা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   বুধবার, ৩১ আগস্ট ২০২২
146 বার পঠিত
আদমদীঘিতে কমেছে কাঁচা মরিচের দাম; হতাশ চাষীরা

বগুড়ার আদমদীঘি উপজেলায় হাট বাজারে কমেছে কাঁচা মরিচের দাম। আদমদীঘি সদর, নসরতপুর, ছাতিয়ানগ্রাম, কুন্দগ্রাম হাটসহ বিভিন্ন হাটে প্রকারভেদে পাইকারি বাজারে এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে মাত্র ২০টাকা থেকে ২৫টাকায়। গত দুই সপ্তাহের ব্যবধানে ২শ‘ টাকার কেজির কাঁচা মরিচ মাত্র ২০টাকা কেজিতে বিক্রি হওয়ায় মরিচ চাষীরা হতাশ হয়ে পড়েছেন। ফলে মরিচ চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন অনেক মরিচ চাষী।

আদমদীঘি উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলতি মৌসুমে প্রায় সাড়ে তিন শতাধিক বিঘা জমিতে মরিচ চাষ করা হয়। মরিচ চাষ লাভজনক হওয়ায় বিগত বছরের তুলনায় এবার চাষের পরিমান কিছুটা বেশী ছিল। বাজারে তেল, ডাল, চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির সাথে তাল মিলিয়ে গত দুই সপ্তাহ আগে পাইকারি বাজারে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২০০টাকা কেজিতে। এতে মরিচ চাষীরা লাভবান হয়। হাসি ফুটে উঠে তাদের মুখে। কিন্তু বর্তমানে আদমদীঘির হাটবাজারে পাইকারি বাজারে মরিচের দামে ধস নেমেছে। গতকাল মঙ্গলবার বিভিন্ন হাটবাজারে মাত্র ২০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হয়।


আদমদীঘি সদর বাজারে মরিচ বিক্রি করে ফিরে যাওয়া মরিচ চাষী কোমারপুর গ্রামের এরশাদ আলী, সালগ্রামের বেলাল হোসেন জানান, বাজারে কাঁচা মরিচ ২০টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে ভাল জাতের কিছু মরিচ ২৫ টাকা কেজিতেও বিক্রি হয়েছে।

কাঁচা মরিচ পাইকারী ব্যবসায়ী নওগাঁর আবুবক্কর সিদ্দিক জানায়, হাট বাজারে আমদানী বেশি হলেও কাঁচা মরিচ পঁচনশীল তাই মোকামে চাহিদা কমে গিয়ে মরিচের দরপতন হয়েছে।


Facebook Comments Box


Posted ১০:৪১ পূর্বাহ্ণ | বুধবার, ৩১ আগস্ট ২০২২

Alokito Bogura। আলোকিত বগুড়া |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তাকক্ষ যোগাযোগ:

মুঠোফোন: ০১৭৫০ ৯১১৮৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!