বগুড়ার আদমদীঘিতে এনআইএ্যাক্ট ও জিআর মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ারামুলে সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার ১৯ ফেব্রæয়ারী দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হলো আদমদীঘি উপজেলার কায়েতপাড়া গ্রামের দৌলত সরদারের ছেলে সাবেক ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক, পূর্ব মালশন গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সাজ্জাদ হোসেন ও তালশন গ্রামের দৌলত হোসেনের ছেলে বাদল মিয়া।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, আজ রোববার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ১০:৩৪ অপরাহ্ণ | রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD