বগুড়ার আদমদীঘিতে ২০পিস এ্যাম্পুল ইনজেকশনসহ নারী মাদক ব্যবসায়ী মনোয়ারা বেওয়া (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। গত ৯ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে তার বাড়ী থেকে ওই পরিমান এ্যাম্পুলসহ তাকে গ্রেফতার করা হয়। মনোয়ারা বেওয়া উপজেলার সান্তাহার চা-বাগান নিউ কলোনী এলাকার ইয়াছিন আলীর স্ত্রী। এ ব্যাপারে আদমদীঘি থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী মনোয়ারা বেওয়া তার বসতবাড়ীতে গোপনে মাদক মজুত রেখে ব্যবসা করে আসছিল। এমন গোপন সংবাদের ভিক্তিতে গত বৃহস্পতিবার বিকেলে ফাঁড়ির পুলিশ পরিদর্শক আরিফুল ইসলাম ফোর্সসহ তার বসতবাড়ীতে অভিযান চালিয়ে ২০পিস এ্যাম্পুল ইনজেকশনসহ মনোয়ারা বেওয়াকে গ্রেফতার করা হয়।
Posted ১২:১৮ অপরাহ্ণ | শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD