বগুড়ার আদমদীঘিতে আরমান হোসেন মুন্না (২৭) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্য হয়েছে। সে উপজেলার ডালম্বা গ্রামের এনামুল হকের ছেলে। আজ ৩১ জানুয়ারী রবিবার সকালে তার বাড়ী থেকে লাশটি উদ্ধার করে দুপুরে ময়না তদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে মর্গে প্রেরন করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ডালম্বা গ্রামের আরমান হোসেন মুন্না নামের ওই ব্যক্তিটির মস্তিস্ক কিছুটা বিকৃত ছিল। বেশ কিছুদিন বাড়ী থেকে নিখোঁজ হয়। গত শুক্রবার সে বাড়ীতে আসার পর শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর গত শনিবার রাতে কোন এক সময় তার শয়ন ঘরে রহস্যজনক ভাবে মারা যায়। আজ রবিবার সকালে পুলিশকে না জানিয়ে মরদেহ দাফনের প্রস্ততি নিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, মৃত্যুটি রহস্যজনক হওয়ায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Posted ৭:২১ অপরাহ্ণ | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD