বগুড়ার আদমদীঘি উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ শারদীয় দুর্গ্পুজা উপলক্ষে প্রতিটি পুজা মন্ডবে আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
আজ ১৩ অক্টোবর বুধবার দুপুরে উপজেলা পরিষদ তার অফিসে মন্ডব কমিটির নেতাদের মাঝে এই অর্থ সহায়তা প্রদান করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়, নসরতপুর ইউপি চেয়ারম্যান সামছুল হক খন্দকার, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সম্পাদক মিহির সরকার, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য; উপজেলার ৬৪টি পুজা মন্ডবে ২ হাজার টাকা করে মোট ১ লাখ ২৮ হাজার টাকা প্রদান করেন।
Posted ১১:০২ অপরাহ্ণ | বুধবার, ১৩ অক্টোবর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD