সোমবার ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আদমদীঘিতে ঈদ মার্কেটে ক্রেতাদের উপচেপড়া ভিড়

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
220 বার পঠিত
আদমদীঘিতে ঈদ মার্কেটে ক্রেতাদের উপচেপড়া ভিড়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার আদমদীঘি ও সান্তাহারের বিভিন্ন বিপণী বিতান গুলোতে জমজমাট ভাবে চলছে বেচা কেনা। তবে এবার তৈরী পোষাকের দামও বেশি হওয়ায় অনেক ক্রেতা পছন্দ মত কাপড় কিনতে হিমশিম খাচ্ছে। করোনা সংক্রমণের কারণে বিগত দুই বছর ঈদ মার্কেট না জমলেও এবার মার্কেট গুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে।

এবার ঈদের চমক নতুন পোশাক “কাঁচাবাদাম ও ইন্ডিয়ান বারিস” থ্রি পিস। আর এই নতুন নামের পোশাক কিনতে শেষ মুহূর্তে বগুড়ার আদমদীঘি ও সান্তাহারসহ বিভিন্ন
তৈরী পোশাকের দোকান গুলোতে ভীড় করছেন তরুণ তরুণীর ও যুবক যুবতিরা। কাঁচাবাদাম শব্দটির সাথে কমবেশি সকলেই পরিচিত হলেও ইন্ডিয়ান বারিস নামের শব্দটির সাথে ঈদের নতুন পোশাকের নাম যুক্ত হওয়ায় তরুন তরুনী ও যুবক যুবতীরা বেশি পরিচিতি পাচ্ছে, তাই চমক দিতেই কিনছেন এইসব পোশাক।


ভারতীয় পোশাক কিরণমালা, গাডারা, ঝিলিক ও পরকীয়া পোশাক ব্যাপক প্রচারের পর এবার ঈদে শুধু মাত্র
নামের কারনে কাঁচাবাদাম ও ইন্ডিয়ান বারিস নামের পোশাক দুটি এখন বিপনি বিতান গুলোতে ছেয়ে গেছে। এ সুযোগে দোকানীরা দামও বেশি হাঁকছেন। সাধারণ থ্রি পিস ১হাজার ৩শ থেকে ১হাজার ৫শ টাকায় বিক্রি হচ্ছে। সেখানে কাঁচাবাদাম থ্রি পিস বিক্রি হচ্ছে প্রকার ভেদে ১হাজার ৮০০ টাকা থেকে ২হাজার ৫০০টাকা পর্যন্ত এবং ইন্ডিয়ান বারিস থ্রি পিস প্রকার ভেদে বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকা থেকে ১
হাজার ৫০০ টাকায়। এ ছাড়া সাধারণ পাঞ্জাবি প্রকার ভেদে বিক্রি হচ্ছে ৫০০টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা, লুঙ্গি ৪০০ টাকা থেকে ৮০০ টাকা। শিশু কিশোরদের পাঞ্জাবি ও পাজামা সেট ১হাজার টাকা থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

অপরদিকে প্রসাধনী সামগ্রী দোকান গুলোতে প্রচন্ড ভীড় লক্ষনীয়।


থ্রি পিস দোকান মালিক ফেরদৌস আলী ভোলা ও রোহান হোসেন জানান, দুই বছর পর এবার ঈদ মার্কেটে বেচাকেনা সন্তোষজনক।

ক্রেতা ফাতেমা আক্তার, শারমিন বেগম জানান, ঈদ মার্কেটে এবার তৈরী পোষাকসহ অন্যান্য সামগ্রীর দাম বেশ চড়া।হিমশিম খেতে হচ্ছে পছন্দের পোষাক কেনাকাটায়।


Facebook Comments Box

Posted ১:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২

Alokito Bogura। আলোকিত বগুড়া |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তাকক্ষ যোগাযোগ:

মুঠোফোন: ০১৭৫০ ৯১১৮৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!