বগুড়ার আদমদীঘিতে ইয়াবা ট্যাবলেটসহ আরিফুজ্জামান টিটু (২৭) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৮আগষ্ট) সন্ধ্যায় আদমদীঘি পশ্চিম বাজার ব্রিজের এলাকায় একটি চা দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরিফুজ্জামান টিটু আদমদীঘি থানাপাড়ার আইয়ুব আলীর ছেলে। এ ব্যাপারে উপ পরিদর্শক রাকিব হোসেন বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আদমদীঘির পশ্চিম বাজার ব্রিজের নিকট মাদক বেচাকেনা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে পুলিশের একটি টিম ওই স্থানে অভিযান চালিয়ে আরিফুজ্জামান টিটু নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করার পর তার শরীরে অভিনব কায়দায় পলিথিনের কাগজে মোড়ানো ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত আরিফুজ্জামানকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ৮:১৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ আগস্ট ২০২২
Alokito Bogura || Online Newspaper | MTi SHOPON MAHMUD