বগুড়ার আদমদীঘিতে প্রশাসনের হস্তক্ষেপে ১৪ বছর বয়সের ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। আজ ১৩ই আগস্ট শুক্রবার দুপুরে উপজেলার টিয়রপাড়া গ্রামে ওই ছাত্রীর বাড়িতে বিয়ের আসরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় অভিযান চালিয়ে বন্ধ করেন এই বাল্যবিয়ে। এসময় বর ও কনের দুই পরিবারের ৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। ঘটনাটি এলাকায় তোলপাড়ের সৃষ্টি করেছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী রায় জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে তিনি জানতে পারেন শুক্রবার আদমদীঘির সান্তাহার টিয়রপাড়া গ্রামে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী (১৪) এর সাথে একই উপজেলার ডুমুরী গ্রামের আব্দুল গফুরের ছেলে সাব্বির (১৯)-এর বিয়ের দিন ঠিক হয়।
দুপুরে ওই ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন চলছে ছাত্রীর বাড়িতে এমন গোপন সংবাদ পেয়ে বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয় এবং বর ও কনের দুই পক্ষের ৪হাজার টাকা জরিমানা করেন আদালত। এছাড়া প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তাদের বিয়ে না দেওয়ার প্রতিক্রতি দিয়ে মুচলেকা প্রদান করেন বর ও কনে পক্ষের অভিভাবকরা।
Posted ৮:১৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ আগস্ট ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD