বগুড়ার আদমদীঘিতে আধা কেজি গাঁজাসহ নজরুল ইসলাম (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৯ জুলাই সোমবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম গ্রামীণ ব্যাংক শাখার সামনে থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। নজরুল ইসলাম দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর গ্রামের হাবু মিয়ার ছেলে। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম বাজার এলাকায় মাদকের চালান আসছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে থানার উপ-পরিদর্শক রকিব হোসেন ও সহকারী উপ-পরিদর্শক মশিউদ্দিন ফোর্সসহ কুন্দগ্রাম বাজার এলাকায় ওঁৎ পেতে অবস্থান নেন। গত সোমবার সন্ধ্যায় একটি সিএনজি যোগে কুন্দগ্রাম বাজারের পাশে গ্রামীণ ব্যাংকের সামনে ওই সিএনজি তল্লাশি করে নজরুল ইসলামকে আধা কেজি গাঁজাসহ গ্রেফতার করে। এসময় মাদক বহন কাজে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে। ২০ জুলাই মঙ্গলবার গ্রেফতারকৃত নজরুল ইসলামকে আদালতে প্রেরণ করা হয়।
Posted ১:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD