বগুড়ার আদমদীঘিতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৩ জুন) সকালে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজুর নেতৃত্বে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ও জাতীয় চার নেতার প্রতিকৃতিত্বে পুস্পমাল্য অর্পণ করা হয়। বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেল ৫টায় এক মনোজ্ঞ শোভাযাত্রা বিভিন্ন রাস্তা প্রদর্ক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সাজেদুর ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীরীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড, কুদরত-ই-এলাহি কাজল, সহ সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, যুবলীগ সভাপতি শাহিনুর রহমান মন্টি, সম্পাদক জিল্লুর রহমান, ফিরোজ হাসানসহ নেতৃবর্গ।
Posted ৯:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD